১ ডিসেম্বর থেকে শুরু

প্রি ইন্ডাস্ট্রি প্রস্তুতি প্রোগ্রাম

ক্লাসরুম থেকে ইন্ডাস্ট্রি—এই ফ্রি প্রোগ্রামের মাধ্যমে আপনি আমাদের টেক টিমের সাথে যুক্ত হয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা নেবেন, যা সপ্তাহে প্রায় ৪০ ঘণ্টার সমান।

এখনই জয়েন করুন
90%+ চাকরিপ্রাপ্ত
40 বার্ষিক ৪০ ঘন্টা
100% ফ্রি

তুমি কি কি শিখবে?

শুধু কোডিং নয়, ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য যা যা দরকার সব কিছু

ডেডলাইন বেইজড টাস্ক

রিয়েল প্রজেক্টে কাজ করে ডেডলাইন ম্যানেজমেন্ট শিখবে

টিম ওয়ার্ক

প্রফেশনাল টিমে কিভাবে কাজ করতে হয় তা হাতে-কলমে শিখবে

কাজের ইথিক্স

ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোডিং প্র্যাকটিস এবং প্রফেশনাল ইথিক্স শিখবে

প্রেসার ম্যানেজমেন্ট

চাপের মধ্যে কিভাবে কাজ করতে হয় তা শিখবে

প্রোগ্রাম অ্যাক্টিভিটি প্ল্যান

৮টি স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাকে ইন্ডাস্ট্রি-রেডি করে তুলবো

অ্যাক্টিভিটি ১

প্রজেক্ট প্রপোজাল

ইনোভেটিভ স্কিলস প্রজেক্ট রিকোয়ারমেন্ট শেয়ার করবে এবং তোমাকে একটি প্রপোজাল তৈরি করতে হবে যেখানে টাস্ক ডিটেইলস, ডেলিভারেবল এবং ফেজ অনুযায়ী টাইমলাইন থাকবে। টেমপ্লেট প্রদান করা হবে।

অ্যাক্টিভিটি ২

ডেইলি স্ক্রাম মিটিং

প্রতিদিন স্ক্রাম মিটিংয়ে গতকালের কাজের আপডেট এবং আজকের প্ল্যান শেয়ার করতে হবে। প্রফেশনাল কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে।

অ্যাক্টিভিটি ৩

টাইম ট্র্যাকিং (Clockify)

প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ নিশ্চিত করতে Clockify দিয়ে টাইম ট্র্যাক করতে হবে। একাউন্ট ইনোভেটিভ স্কিলস তৈরি করে দেবে।

অ্যাক্টিভিটি ৪

সাপ্তাহিক পারফরম্যান্স রিভিউ

প্রতি সপ্তাহ শেষে পারফরম্যান্স ইভ্যালুয়েশন এবং ইম্প্রুভমেন্টের জন্য ফিডব্যাক প্রদান করা হবে।

অ্যাক্টিভিটি ৫

মাসিক নলেজ শেয়ারিং সেশন

মাসে দুইটি এক্সপার্ট সেশন থাকবে। প্রত্যেক পার্টিসিপেন্টকে প্রেজেন্টেশন দিতে হবে এবং নতুন জিনিস শিখতে হবে।

অ্যাক্টিভিটি ৬

মাসিক মিটআপ (ঢাকা)

মাসে একবার ঢাকায় ফিজিক্যাল মিটআপ হবে। খাবারের খরচ সবাই সমানভাবে ভাগ করে নেবে। নেটওয়ার্কিং এর সুযোগ।

অ্যাক্টিভিটি ৭

পারফরম্যান্স KPI সিস্টেম

ডেডলাইন মিট, ৪০ ঘণ্টা/সপ্তাহ, কমিউনিকেশন স্কিল, ওনারশিপ এবং টিম কোলাবোরেশনের উপর ভিত্তি করে স্কোর। ৯০-১০০% গোল্ড, ৮০-৯০% সিলভার পারফরমার।

অ্যাক্টিভিটি ৮

ফাইনাল ইভেন্ট ও সার্টিফিকেট

ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সামনে প্রজেক্ট প্রেজেন্ট করতে হবে। জব রেকমেন্ডেশন সার্টিফিকেট এবং টপ ৩ পার্টিসিপেন্টদের জন্য সারপ্রাইজ গিফট।

গুরুত্বপূর্ণ নোট

পারফরম্যান্স স্ট্যান্ডার্ড মেইনটেইন করতেই হবে

৩ বার পরপর ডেডলাইন মিস করলে প্রোগ্রাম থেকে অটোমেটিক টার্মিনেট হবে
৩ বার পরপর ৪০ ঘণ্টা/সপ্তাহ কমপ্লিট না করলে টার্মিনেট হবে
৩ বার পরপর ৮০% এর কম স্কোর পেলে টার্মিনেট হবে
ব্লকার থাকলে ডেডলাইন এক্সটেন্ড করা যাবে - শুধু আগে জানাতে হবে

আলহামদুলিল্লাহ, আমাদের সাফল্য

গত কয়েক মাসের ট্রায়াল প্রোগ্রাম থেকে অসাধারণ ফলাফল

90%+
ট্রায়াল স্টুডেন্টরা এখন কাজ করছে
40
ঘণ্টা প্রতি সপ্তাহে রিয়েল প্রজেক্টে কাজ
100%
কমপ্লিটলি ফ্রি প্রোগ্রাম
ইন্ডাস্ট্রি মেন্টরশিপ এবং গাইডেন্স
৯০% এর উপর ট্রায়াল স্টুডেন্ট এখন বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের নিজেদের প্রচেষ্টায়। এটাই আমাদের প্রোগ্রামের সাফল্যের প্রমাণ।

কারা জয়েন করতে পারবে?

সিরিয়াস এবং ডেডিকেটেড স্টুডেন্টদের জন্য এই সুযোগ

ক্লাস সম্পন্ন

৮০% লাইভ ক্লাস এবং ১০০% রেকর্ড ক্লাস সম্পন্ন করতে হবে

এসাইনমেন্ট সাবমিট

সমস্ত এসাইনমেন্ট সময়মতো সাবমিট করতে হবে

টিচার রিকমেন্ডেশন

শিক্ষকের রিকমেন্ডেশন এবং পারফরম্যান্স রিপোর্ট থাকতে হবে

সিরিয়াস পোলাপাইনদের আমরা সুযোগ দিবো ইন শা আল্লাহ

যারা ডেডিকেটেডভাবে শেষ করতে পারবে তারা Industrial Attachment Certificate পাবে এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট দের কাছ থেকে রিকমেডেশন পাবে ইন শা আল্লাহ

তুমি কি কি পাবে?

শুধু শেখা নয়, ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সবকিছু

Industrial Attachment Certificate

প্রোগ্রাম সফলভাবে শেষ করলে অফিসিয়াল সার্টিফিকেট পাবে

ইন্ডাস্ট্রি এক্সপার্ট রিকমেন্ডেশন

অভিজ্ঞ মেন্টরদের থেকে রিকমেন্ডেশন লেটার পাবে

Continuous Mentorship

পুরো প্রোগ্রাম জুড়ে টেক টিমের সাথে সরাসরি কাজ এবং শেখার সুযোগ

ক্যারিয়ার লঞ্চপ্যাড

ইন্ডাস্ট্রিতে সফলভাবে ক্যারিয়ার শুরু করার জন্য পারফেক্ট প্রস্তুতি

১ ডিসেম্বর থেকে শুরু

তুমিও কি এই সুযোগ পেতে চাও?

এখন থেকে প্রতিটি ব্যাচের ক্লাসের শেষের দিকে এই প্রোগ্রামটি থাকবে।
আমাদের আপকামিং যেকোনো ব্যাচে জয়েন হয়ে এই অসাধারণ সুযোগটি গ্রহণ করো।

বিস্তারিত জানুন

এই প্রোগ্রামটি আমাদের লার্নারদের জন্য সম্পূর্ণ ফ্রি

গুরুত্বপূর্ণ: শুধু মাত্র ইনোভেটিভ স্কিলস এর কমিউনিটি মেম্বারদের জন্য ফ্রি। তাই আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য আমাদের কমিউনিটি মেম্বার হতে হবে যে কোনো লাইভ কোর্সে জয়েন করে ইন শা আল্লাহ।